ভাবিয়া করি নাই তাই করিয়া ভাবিতাছি
লিখেছেন লিখেছেন আমীর আজম ২১ জুন, ২০১৩, ০৩:৫৮:২৫ রাত
হঠাৎ করে ঘুম ভেঙে গেল। বালিশের
পাশে থাকা মোবাইলটা তে দেখি 7:55
বুকটা ধ্বক্ করে উঠল। আর মাত্র 5
মিনিট বাকি। যা করার
এখনি করতে হবে।
বিদ্যুৎ গতিতে ছুটে চলছি। সকাল
7টায় ক্লাস শুরু হয়।
অলরেডি একটা ক্লাস মিস করেছি।
পরের
টা কোন ভাবেই মিস করা যাবে না।
দুই তলায় ক্লাস হয়। তবে নীচ
থেকে স্যারের রোল কল
করা শুনতে পাওয়া যায়। আমি স্পষ্ট
শুনতে পাচ্ছি রোল কল শুরু
হয়ে গেছে। পার্সেন্টেজ মিস
হবে নাকি?
এই সোনার হরিণ টা ধরার জন্যই
তো ক্লাস করা।
এটা না পেলে একঘেয়ে বিরতিহীন
ক্লাস
গুলো করার তো কোন মানে হয় না।
না না পার্সেন্টেজ মিস করা যাবে।
ক্লাস রুমের দরজায় দাড়াতেই
শুনতে পেলাম আমার প্রিয় রোলটি।
তড়িঘড়ি করে সাতপাঁচ না ভেবেই
বলে দিলাম yes sir.
স্যার তাকিয়ে আছেন আমার দিকে। চোখ
দিয়ে যেন আগুন বের হচ্ছে।
মনে হচ্ছে সেই
আগুনে আমাকে জ্বালিয়ে ছারখার
করে দিবেন।
স্যারের সাথে নিম্নরূপ বাক্য
বিনিময় হল...
-ভিতরে আস।
আমি ভিতরে গেলাম।
-নাম কি?
নাম বললাম।
-প্রতিদিন কি এভাবেই পার্সেন্টেজ
দেয়া হয়?
-না স্যার। আজকেই ফার্স্ট আজকেই
লাস্ট। (মনে মনে বললাম আমি তো করব
না আমার পোলা মাইয়াকেও বলব তারাও
যেন
কোনদিন এভাবে পার্সেন্টেজ না দেয়)
-রোল কত?
-29
-এখন কত চলছে জান?
-মাথা এপাশ ওপাশ করলাম।
মানে,না স্যার।
-এখন চলছে 129।
বুঝলাম আজকে আমার
একটা দফারফা হবে।
কিন্তু স্যার তেমন কিছু বলল না।
শুধু বলল বেরিয়ে যাও।
আমি বেরিয়ে এলাম।
বারান্দায় দাড়িয়ে আছি।
মনে সীমাহীন
ব্যথা। রাগে ক্ষোভে নিজের চুল
ছিড়তে ইচ্ছে করছে।
কিন্তু কিছুক্ষণের মধ্যে সবকিছু
উবে গেল দেখি ক্লাস রুম থেকে স্যার
বেরিয়ে যাচ্ছে। তার মানে?
হায় হায় রে ! করছি কি আমি ? তার
মানে কি আগের ক্লাস টা কেবল শেষ
হল।
পরের ক্লাস এখনও শুরুই হয় নি।
বিষয়: বিবিধ
১০৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন